ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

পাকিস্তানে নতুন নির্বাচনের দাবি, সুশীল সমাজ নেতাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার | আপডেট: ১১:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার

পাকিস্তানের গত ৮ জানুয়ারির নির্বাচনের জালয়াতির অভিযোগ তুলে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিভিন্ন জাতিয়াবাদী পার্টি ও সুশীল সমাজের নেতারা।

সোমবার ইফতারের পর সিন্ধু সুফী ফোরাম (এসএসএফ) আয়োজিত নৈশ্যভোজে তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। ডন জানিয়েছে, সিন্ধুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা গুরুতর উদ্বেগের কথা জানিয়েছেন। সাধারণ লোকজন, বিশেষ করে সমাজের দুর্বল জনগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনাগুলোতে তারা উদ্বেগ প্রকাশ করেন। নৈশভোজের আয়োজনে উপস্থিত ছিলেন সিন্ধু ইউনাইটেড পার্টির সৈয়দ জয়ন শাহ, আমের আজাদ পানওয়ার এবং রোশান বুরিরো, জে সিন্ধ মাহাজ-রিয়াজের প্রধান রিয়াজ আলি চান্দিও, সিন্ধুর প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ইউসুফ লেঘারি, কামার জামান রাজপার ও রমেশ গুপ্তা। নেতারা ওই সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে একটি হল পাকিস্তানে সদস্য অনুষ্ঠিত ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন করে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ সাধারণ নির্বাচন আয়োজন করা।

নাগরিকদের জীব্ন ও সম্পত্তির অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়া চার বছর আগে শুক্কুর থেকে অপহরণ হওয়া সংখ্যালঘু মেয়ে পিকের অবিলম্বে উদ্ধারের দাবি জানান। নেতারা দেখছেন, কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সামনে মাথা নত করেছে। জনগণকে ত্রাণ দেওয়ার পরিবর্তে তারা গ্যাস ও বিদ্যুতের শুল্ক এবং পেট্রোলিয়াম ও প্রয়োজনীয় পণ্যের খরচ বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তারা বলেন, দরিদ্র লোকজনের পরিবর্তে অভিজাত শ্রেণির ওপর কর আরোপ করা উচিত, যাতে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।