ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

এখনো ভোরের স্বপ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার

বাতাসে মৃত্যুর গন্ধে নড়ে ওঠে গোধূলির আলো;

পাখির ডানার নিচে বসে আছে জীবনপ্রেমিক

অরণ্যের ঘন ছায়া-- উল্টোদিকে ছায়ার আড়ালে

আসমুদ্রহিমাচলে কী সুন্দর অদৃশ্য খাঁচায়

মানুষ কিসের টানে পথে নেমে পিছু ফিরে চায়,

চিরন্তন রহস্যের তাঁত কলে কেন বুনতে থাকে

প্রসন্ন রঙিন আর স্বপ্ন মাখা দিনের পোশাক,

প্রাণের আগুন দিয়ে তৈরি করে ঈশ্বরের মায়াবী আশ্রম!

ফাঁসির আদেশনামা হাতে নিয়ে দুয়ারে দাঁড়িয়ে

প্রস্তুত রয়েছে ওই ডানাহীন উড়ন্ত জল্লাদ--

সময়ের গুণ টানে অস্তগামী সূর্যের নাবিক।

তবুও নদীর জলে শ্বাস ফেলে যে উঠে দাঁড়ায়

এখনো ভোরের স্বপ্ন তার রক্তে প্রখর উত্তাপে

জ্বালিয়ে রেখেছে রঙ আশা আর মৌন ভালোবাসা।

লেখক- কবি ও সাবেক সচিব।