ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

২০২৪ সালে পাকিস্তানে প্রথম পোলিও রোগী শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৪ রবিবার

পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হওয়ার পর চলতি বছর প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে।

এনআইএইচ জানিয়েছে, প্রদেশের ডেরা বুগতি জেলার আড়াই বছর বয়সী এক শিশুর শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। রোগের লক্ষণ দেখা দিলে গত ২২ ফেব্রুয়ারি শিশুটির নমুনা সংগ্রহ করা হয়।

ইনস্টিটিউট আরও জানিয়েছে, পজিটিভ কেস ছাড়াও চলতি বছরের শুরু থেকে সারা দেশে ৪৬টি নর্দমার নমুনাতেও ভাইরাস শনাক্ত হয়েছে।

এনআইএইচ জানিয়েছে, এই রোগ মোকাবেলায় ২৪ মার্চ থেকে বেলুচিস্তানের নয়টি জেলায় একটি বিশেষ পোলিও অভিযান শুরু হবে। পাকিস্তানে ২০২৩ সালে ছয়জন পোলিও রোগী শনাক্ত হয়েছে।

কেআই//