ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জোর তৎপরতা (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আগ্রহী দেশ এবং কোম্পানিগুলোর সাথে এখনই যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, আট-দশটি কোম্পানি বিডিংয়ে অংশ নিলেও বাংলাদেশের জন্য সুবিধা হবে। এজন্য আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় একটি সেমিনার বা রোড-শো আয়োজনের পরামর্শ দিচ্ছেন তারা। 

কিছুটা দেড়িতে হলেও অবশেষে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জোর তৎপরতা শুরু হয়েছে। সাগরের ২৪টি ব্লকের জন্য বিদেশি কোম্পানিগুলোকে বিডিংয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে সরকার।  

ইতিবাচক সাড়া পেতে বিদেশি কোম্পানির জন্য আকর্ষণীয় করা হয়েছে এবারের প্রফিট শেয়ারিং কনট্র্রাক্ট বা মডেল পিএসসি। ইতিমধ্যেই বেশকটি আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসি বিডিংয়ে আগ্রহ দেখিয়েছে।    

প্রথমবারের মতো পিএসসিতে বঙ্গোপসাগরের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি উভয়পক্ষের জন্যই ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিদেশি কোম্পানিগুলোর সাথে দর কষাকষিতে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।  

জ্বালানি বিশেষজ্ঞ ড. ম তামিম বলেন, “ব্যক্তিগত যোগাযোগ, তাদের সঙ্গে কথা বলা, তাদের আগ্রহ আছে কিনা সেটা দেখা। বড় বড় কোম্পানি যারা আমাদের দেশে যারা কাজে করেছে তাদের মধ্যে যদি ৮-১০টি কোম্পানির সাড়া পাওয়া যায় তাহলে মনে করা যায় একটা প্রতিযোগিতামূলক কন্ট্রাক্ট আমরা পাবো।”

সব আনুষ্ঠানিকতা শেষে এ বছরের মধ্যেই সাগরে তেল-গ্যাস আহরণ শুরু হবে বলে আশা করছেন তারা।

এনার্জি এন্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন বলেন, “সেপ্টেম্বরে বিট পাওয়ার পর এ বছরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে পিএসসির স্বাক্ষর করা উচিত। যাতে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে কোম্পানিগুলো আগামী শীতে কাজ শুরু করতে পারে। আমরা কতোটা আন্তরিক এটা তুলে ধরার জন্য এসব কোম্পানির সিইও বা এশিয়া প্রধান এদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করে তাদের সামনে এ বিষয়গুলো তুলে ধরলে একটা ভালো কনফিডেন্স তৈরি হতে পারে।”

মডেল পিএসসিতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে যুক্ত রাখায় সাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশে দক্ষ জনশক্তি গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

ড. ম তামিম বলেন, “বাপেক্সে যখন তারা অফসোর এক্সপ্রেশনে যাবে তখন বাপেক্স থেকে তিনজন বা দু’জন ইঞ্জিনিয়ার তাদেরকে নিতে হবে। এই যে ট্যাক করে দেওয়া অর্থাৎ তাদের সাথে থাকলো, দেখলো যে কিভাবে কাজ হয়। সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।”

এএইচ