ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

ছয় মাস পর জিতলো ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার | আপডেট: ০৯:৪৯ এএম, ২৪ মার্চ ২০২৪ রবিবার

অবশেষে জয় পেলো ব্রাজিল। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে সেলেসাওরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে তাদের মাটিতেই ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে ব্রাজিল-ইংল্যান্ডের লড়াই ছিলো সমানে সমানে। গোলমুখেও ১৪টি শট করে দু’দল। 

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বেশকিছু সুযোগ পায় তারা। তবে দু’দলের রক্ষণভাগের খেলোয়াড়দের কড়া পাহারায় গোল আসেনি। 
বিরতির পরও একই ধাচে চলে খেলা। ৮০ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ব্রাজিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল পায় এনড্রিক। 

গোলটিতে জড়িয়ে আছে ভিনিসিউসের নামও। রিয়াল তারকার শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান এনড্রিক।

একেবারে শেষ সময়ে এনড্রিক দ্বিতীয় গোলের দেখা পেতেও পারতেন। তবে তার শট ঠেকিয়ে ব্যবধান বড় হতে দেননি পিকফোর্ড।

অবশেষে তার গোলেই ৬ মাস পর জয়ের হাসি হেসেছে ব্রাজিল। 

এই ওয়েম্বলিতে ২১ ম্যাচের মধ্যে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেইনকে ছাড়া খেলা ইংল্যান্ড। এখানে তারা সবশেষ হেরেছিল ২০২০ সালের অক্টোবরে, উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে।

এদিকে, ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে জার্মানি। দলের হয়ে গোলদুটি করেন ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টজ।

এএইচ