ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। 

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসান। 

পরে পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এ এস এম নাজমুল হক। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও দিনের অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।  

এএইচ