ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

বসতঘরে বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জন নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

মৌলভীবাজারে বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন স্বামী ফয়জুর রহমান (৫২), স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৬), মেয়ে সাবিনা বেগম (১৩) ও ছেলে সায়েম মিয়া (৮)। এদের মধ্যে মেয়ে সামিয়া বেগম নবম শ্রেণির ও সাবিনা বেগম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহত সোনিয়া আক্তার (১০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন জুড়ি উপজেলার ফয়জুর রহমান। মঙ্গলবার ভোরে বজ্রপাতে পল্লিবিদ্যুতের তার ছিড়ে তার ঘরের চালের উপর পড়লে সে শব্দে তাদের ঘুম ভাঙ্গে। এ সময় সবাই উঠে বাইরে যেতে চাইলে ঘরের টিনের দরজা ধরামাত্রই তারা বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

একই পরিবারের শিশুসহ পাঁচ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন। তিনি বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।

এএইচ