ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। 

এ উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যেদিয়ে দিবসের শুভ সূচনা হয়। এরপর স্থানীয় ফারুকী পার্কের শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পণ করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। 

পুষ্পস্তবক অর্পণ শেষে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, ডিসপ্লেসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এএইচ