ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪,   বৈশাখ ২৮ ১৪৩১

২৫ মার্চ রাতে পাকিস্তানের নৌঘাঁটিতে হামলা, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরের একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৫ মার্চ (সোমবার) পিএনএস সিদ্দিক নামের ওই ঘাঁটিতে হামলার ঘটনায় এক আধাসামরিক সৈন্য এবং চার হামলাকারী সন্ত্রাসীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। খবর জিও নিউজ।

মঙ্গলবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ সংস্থা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নৌঘাঁটিতে সন্ত্রাসী আক্রমণের চেষ্টা সফলভাবে ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী। নৌবাহিনীর সদস্য এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈন্যদের দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া ওই হামলা ব্যর্থ করতে সক্ষম হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং নিরীহ বেসামরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসী হামলা নস্যাৎ করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’  

সামরিক বাহিনী নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে।

কেআই//