ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

জেনেভায় বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দুর্দশা নিয়ে আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:১৩ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সংখ্যালঘু জনগোষ্ঠী যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা করেছে ‘ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান ও লাদাখ’ (এনইপি-জেকেজিবিএল)। গত ২২ মার্চ জেনেভাতে প্যালাইস ডেস নেশনসে এক সাইডলাইনে তারা বিষয়গুলো তুলে ধরেন।

ওই অনুষ্ঠানে আলোচকদের মধ্যে ছিলেন অধ্যাপক নিকোলাস লেভরাট, কনস্ট্যান্টিন বোগদানোস, সেঞ্জে সেরিং, হামফ্রে হকসলে, সাজ্জাদ রাজা ও জোসেফ চংসি। গ্রীক রাজনীতিবিদ বোগদানোস কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে ওই অঞ্চলে সংখ্যালঘুদের প্রতি আচরণ ও সামরিক তৎপরতা নিয়ে সমালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কাশ্মীরে রাজনৈতিক দমনের ইঙ্গিত করেন, যাকে আতঙ্কজনক বলছেন তিনি। গিলগিট-বাল্টিস্তানের সেঞ্জে সেরিং সেখানকার পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, অর্থনৈতিক সমৃদ্ধি সত্ত্বেও স্থানীয় জনগণ দারিদ্র্য, অপর্যাপ্ত অবকাঠামো এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকির সঙ্গে লড়ছে। ওই এলাকার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সাংবিধানিক অধিকার ও প্রতিনিধিত্বের অভাবের নিন্দা জানান তিনি।

অধ্যাপক লেভরাট সকল নাগরিকের সমান অধিকারের কথা জানিয়ে এনজিও ও সুশীল সমাজের একসঙ্গে সরকারের সঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। অপরদিকে হকসলে নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের পক্ষে কথা বলেন। পাকিস্তানের ওই অঞ্চলগুলোতে জরুরী উন্নয়নের আহ্বান জানান।