ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

জয়পুরহাটে ৩টি ওয়ান শুটারগানসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮ এএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

জয়পুরহাটে ৩টি ওয়ান শুটারগানসহ মাদক কারবারি ইলিয়াসকে গ্রেফতার করেছে র‌্যাব। পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইলিয়াস পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত ইলিয়াস সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-মাদক সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত। কেউ যেন তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের ব্যাপারে মুখ খুলতে না পারেন। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে সে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। 

এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইলিয়াসকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর শেখ সাদিক।

এএইচ