ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

কয়লাচালিত ৭টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করলো জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

শীতের শেষে সাতটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি।

উৎপাদক প্রতিষ্ঠান আরডব্লিউই ও এলইএজি জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সে দেশের গ্যাসের উপর নির্ভরতা কমাতে চেয়েছে জার্মানি। তাই শীতে গ্যাস সংকট কমাতে বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র চালু করেছিল সরকার। বন্ধের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও চালু রাখা হয়েছিল অন্য দুটি বিদ্যুৎকেন্দ্র। 

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কয়লার উপর নির্ভরতা কমানোরও পরিকল্পনা করেছে জার্মানি।

এদিকে, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির সবুজ দলের আইনপ্রণেতা ক্যাথরিন হেনেব্যার্গার।

এএইচ