ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সন্দ্বীপে বিদেশি মদসহ আটক ১,পলাতক ছাত্রলীগ নেতা ফয়সাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:০৮ পিএম, ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এনাম নাহার পাশে একটি বসত বাড়ি থেকে ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮)  নামে এক যুবককে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১টার দিকে এনাম নাহার এলাকায় অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়।

এ ঘটনায় দুইজনকে আসামি করা হয়েছে। এতে ১নং আসামি করা হয়েছে আবু তাহের (৩৮)। তার পিতাত নাম রুহুল আমিন। গ্রেপ্তার আবু তাহের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২নং আসামি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সন্দ্বীপ উপজেলার দপ্তর সম্পাদক মারুফ হাসান ফয়সাল (৩০) পলাতক রয়েছে। সন্দ্বীপ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁর পিতার নাম মোঃ সেলিম। বাড়ি হারামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। 

মামলার এজাহার থেকে জানা গেছে, সন্দ্বীপ থানার হারামিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে কয়েকজন মদ কেনাবেচা করছিল বলে খবর পায় পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু তাহেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি বাড়িতে বিদেশি মদ মজুদ আছে বলে স্বীকার করেন। তার ঘর তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।

স্থানিয়রা জানিয়েছেন, মারুফ হাসান ফয়সাল হারামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিশনার শাকিল উদ্দিন খোকনের ভাতিজা। কমিশনার খোকনের প্রভাবে সে এলাকায় অপকর্মের সঙ্গে যুক্ত। এদের ভয়ে অনেকেই ভয়ে মুখ খোলে না। এলাকায় চাঁদাবাজি, মদ-জুয়া, কিশোর গ্যাং পরিচালনাসহ নানান অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।    

সন্দ্বীপ থানা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন তথ্যে খবর আসে এনাম নাহারের পাশে এক বসতবাড়িতে ইদ উপলক্ষে বিদেশি মদ মজুত করা আছে এই খবরে মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদসহ ১ জনকে আটক করে।

পুলিশ ও স্থায়ীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি একজন অটোরিকশা চালক, আটককৃত ব্যক্তিকে পুলিশ প্রাথমিক জিজ্ঞেসাকালে জনসম্মুখে আটককৃত ব্যক্তি বলেন এই মদের বোতলগুলো সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম  উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহরুফ হাসান ফয়সালের।

সন্দ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন একুশে টেলিভিশনকে বলেন, ২৩ বোতল ভারতীয় মদ সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জনসম্মুখে ফয়সাল নামের একজনের সম্পৃক্ততার কথা শিকার করেছে। এই বিষয়ে ২ জনকে আসামি করে মামলা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

কেআই//