ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

বাটলারের কাছে ম্লান কোহলির সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১ এএম, ৭ এপ্রিল ২০২৪ রবিবার

আইপিএলে জস বাটলারের কাছে ম্লান হলো বিরাট কোহলির সেঞ্চুরি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে শীর্ষে রাজস্থান রয়েলস।

জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতেই ১২৫ রান করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু-প্লেসিস। 

৪৪ রান করে ডু-ফেসিস আউট হলেও সেঞ্চুরি তুলে নেন কোহলি। তবে ১১৩ রান করতে ৭২ বল খেলে ফেলেন বিরাট। কোহলির হাত ধরেই আইপিএলের এবারের আসর পেলো প্রথম সেঞ্চুরির দেখা।

কোহলির হার না মানা সেঞ্চুরিতে ভর করে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জাবাবে, শূন্য রানেই এক উইকেট হারায় রাজস্থান। তবে জস বাটলার ও সানজু স্যামসনের ১৪৮ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বেঙ্গালুরু। 

৪২ বলে ৬৯ রান করেন স্যামসন। ৫৮ বলে সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটার জস বাটলার। ৯টি চার এবং ৪টি ছয় দিয়ে সাজিয়েছেন আইপিএলে নিজের ষষ্ঠ শতক। অপর প্রান্তে শিমরন হেটমায়ার অপরাজিত থাকেন ৬ বলে ১১ রান করে।

৬ উইকেটের বড় জয়ের পর পিঙ্ক জার্সিধারীরা এ নিয়ে চার ম্যাচের সবকটির ফলই নিজেদের দখলে নিয়ে গেল। অন্যদিকে, এদিন হ্যাটট্রিক হারের কীর্তি গড়ে ফাফ ডু প্লেসির বেঙ্গালুরু। সবমিলিয়ে পাঁচ ম্যাচে তাদের জয় কেবল একটি।

এএইচ