ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, তলিয়ে গেছে ১০ হাজার বাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৮ এপ্রিল ২০২৪ সোমবার

রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়ংকর বন্যা দেখা দিয়েছে। এতে ১০ হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। এরইমধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।

ওরেনবার্গের উরাল নদীর পানির স্তর আগামী তিনদিনে বিপজ্জনক সীমায় প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।

কর্তৃপক্ষ বলেছে, তারা আগামী মঙ্গলবার বন্যা চরম সীমায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন। পরিস্থিতি ২০ এপ্রিলের পর নিয়ন্ত্রণে আসতে পারে।

রাশিয়ার উরাল পার্বত্য এলাকা এবং সাইবেরিয়ার কয়েকটি এলাকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। 

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় রবিবার বলেছে, তারাও ১২ হাজার মানুষকে অস্থায়ী শিবিরে রেখেছে। 

এমএম//