ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

কুড়িলে এক্সপ্রেসওয়ের ওপরে প্রাইভেট কারে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

রাজধানীর কুড়িলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে প্রাইভেট কারে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৫ টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, আগুন কীভাবে লেগেছে, তা এখনো স্পষ্ট হয়নি। গাড়িটি হাইব্রিড (বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত গাড়ি)। তাই ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে জানান তিনি।

কেআই//