ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

পাকিস্তানে চীনা অবকাঠামোতে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) অধীনে নির্মাণাধীন অবকাঠামো প্রকল্প ও চীনা নাগরকিদের ওপর পরপর তিনটি হামলা চালিয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। ফলে পাকিস্তানে চীনের অর্থনৈতিক উচ্চাভিলাস ক্ষুন্ন হচ্ছে।

ইকোনোমিক টাইমস লিখেছে, সিপিইসি প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার বিচ্ছিন্নতাবাদীদে বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেনি চীন। ফলে এমন অবস্থায় যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সিপিইসিকে উন্নত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানায়, তখন শি জিনপিংয়ের কথাগুলো ফাঁপা ফাঁপা হয়ে যায়। খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় গত ২৬ মার্চ বিস্ফোর বোঝাই আত্মঘাতী গাড়ি হামলায় চীনের পাঁচ প্রকৌশলী মারা যায়। ওই হামলা কারা চালিয়েছে, তা স্পষ্ট নয় এখনো। তবে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) অথবা ইসলামিক স্টেট খোরাসানকে (আইএসকেপি) এর পেছনে সন্দেহ করা হচ্ছে।

চীনা বিশেষজ্ঞদের বরাতে গ্লোবাল নিউজ বলছে, শাংলায় চালানো হামলা ২০২১ সালের জুলাইয়ে চালানো হামলার কপি। তিন বছর আগের ওই ঘটনায় নয়জনের প্রাণ যায়। ওই ঘটনার তদন্তে টিটিপিকে দোষারোপ করা হয়। বিচ্ছিন্নতাবাদী দল বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) খাইবার পাখতুনখোয়ায় চীনা স্বার্থের বিরুদ্ধে সহিংস ঘটনা বাড়িয়েছে। ২৫ মার্চ বেলুচিস্তানের তুরবাত নৌ ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলার দায় স্বীকার করে এই সংগঠনটি। ২০ মার্চ বিএলএ গোয়াদর পোর্ট অথরিটি কমপ্লেক্স হাউজিং সিপিইসি প্রকল্প অফিসে আরেকটি হামলা চালায়।

কেআই//