ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

‘৮০ ভাগ উপার্জন করলেও আমরা পেতাম মাত্র ১৮ ভাগ’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০২:১১ পিএম, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, পাকিস্তানের ২৩ বছরে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোন উন্নয়ন হয়নি। সোনালী আঁশ ও চা বিক্রি করে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ৮০ ভাগ পূর্ব পাকিস্তান থেকে উপার্জিত হতো। আর পশ্চিম পাকিস্তান তুলা বিক্রি করে ২০ ভাগ বৈদেশিক মুদ্রা উপার্জিত করত।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ মন্ত্রালয়ের অধীনে “বীরের কন্ঠে বীরগাথা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, খরচ করার সময় এ অঞ্চলের খরচ হতো মাত্র ১৮ ভাগ। ৮০ ভাগ আমরা উপার্জন করতাম ফেরত পেতাম ১৮ ভাগ। ওরা ২০ ভাগ উপার্জন করত কিন্তু নিয়ে যেত ৮২ ভাগ। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মচারীও আমাদের ২০ ভাগের নিচে ছিল। 

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, এসব অত্যাচার-অবিচার-বঞ্চনার কারণেই সেই সময়ের তরুণ নেতা শেখ মুজিব বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আফরাজুল রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহমেদ, সাবেক জেলা কমান্ডার মোঃ হাতেম আলী। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ