ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বিজিপির আরও ১২ সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১২ জন সদস্য সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। 

মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আশারতলী,জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে আশ্রয় নেয় তারা। 

স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে বিজিপি সদস্যরা বাংলাদেশে আসে।

সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবচার ইমন জানান, জামছড়ি সীমান্ত দিয়ে ১০ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে বিজিবির তত্বাবধানে রাখা হয়েছে। 

এছাড়া আমতলি পাড়া সীমান্ত দিয়ে ২ বিজিপি সদস্য বাংলাদেশে আসে। এনিয়ে মোট ১৭৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 

এএইচ