ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

পুত্রবধূর মামলায় পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২ এএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূর করা মামলায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মোতালেব ঘরামী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে পুলিশ আসামিদের ধরতে মোতালেব ঘরামীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলেদেরকে পুলিশ আটক করলেও মোতালেব ঘরামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ চলে যাবার পর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে মোতালেবের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে, পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা যান।

এ ব্যাপারে পুলিশ জানায়, নিহত মোতালেব ঘরামী ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তবে আসামিদের ধরতে গিয়ে নিহত ওই ব্যক্তির সঙ্গে পুলিশের কোন সাক্ষাৎ হয়নি। পুলিশ গিয়ে তাকে বাড়িতেও পায়নি। তাই ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ কিছু জানেনা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার ছোরপান সরদারের মেয়ে জিয়াসমিনের করা একটি যৌতুক মামলায় মোতালেব ঘরামীসহ তার তিন ছেলেকে আসামি করা হয়।

এএইচ