ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪,   শ্রাবণ ১১ ১৪৩১

মার্কিন কংগ্রেসে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ এএম, ২১ এপ্রিল ২০২৪ রবিবার

ইউক্রেন ও ইসরায়েলকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে বহুল আলোচিত বিল পাস হয়েছে। 

স্থানীয় সময় শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

অধিবেশনের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ভোটাভুটি শুরু হয়। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি। বিপক্ষে ১১২ ভোট পড়েছে। 

কংগ্রেসে দীর্ঘ অপেক্ষার পর এলো এই আইন। এই আইনের মধ্যে রয়েছে মস্কোর আক্রমণের বিরুদ্ধে কিয়েভের চলমান যুদ্ধের জন্য ৬ হাজার ১শ’ কোটি ডলার, ইসরাইলের জন্য এবং গাজাসহ সংঘর্ষ-জর্জরিত অঞ্চলে বেসামরিক লোকজনের জন্য মানবিক সাহায্য বাবদ ২ হাজার ৬শ’ কোটি ডলার বরাদ্দ হয়েছে। 

এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ৮ হাজার কোটি ডলার বরাদ্দ হয়েছে। 

প্রেসিডেন্ট জো বাইডেন থোক প্রস্তাবটি দ্রুত হোয়াইট হাউজে পাঠাতে সিনেটের কাছে আহবান জানিয়েছেন। এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করতে অপেক্ষা করছেন বলে জানান তিনি। 

এএইচ