ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

ভান্ডারিয়ায় স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ভান্ডারিয়া সংবাদদাতা

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বাংলাদেশ স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ভান্ডারিয়া বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে।  জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এমন স্বপ্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর লেখাপড়ার মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। সারাদেশে স্কাউট কার্যকম সম্প্রসারণ ও উন্নয়নে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তা দিবে। স্কাউটের সুফল দেশের সকল পর্যায় পৌঁছাতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক স্কাউটিং আরও সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানের আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রকল্প) মোঃ মহসিন, আতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানসহ আরও অনেকে।

এএইচ