ঢাকা, শুক্রবার   ১৪ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩১

মুস্তাফিজের শেষ ম্যাচে হারলো চেন্নাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫১ এএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার

আইপিএলে মুস্তাফিজের শেষ ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই হারে প্লে-অফের দৌড়েও খানিকটা পিছিয়ে পড়ল চেন্নাই। 

চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে চেন্নাই। রাহানে-গায়কোয়াডের প্রথম উইকেট জুটিতেই আসে ৬৪ রান। 

রাহানের বিদায়ের পরই শুরু হয় ছন্দপতন। ৬২ রান করে আউট হন গায়কোয়াড। ১৬২ রানের পুঁজি পায় চেন্নাই। 

জবাবে শুরু থেকেই ম্যারমুখি ব্যাটিং করে পাঞ্জাব। বেয়ারস্টো-রুশোদের দারুণ ব্যাটিংয়ে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় দলটি।  

উইকেট না পেলেও দারুন বোলিং করেছেন মুস্তাফিজ। এই মৌসুমে প্রথম মেডিন ওভারও দিয়েছে ফিজ। ১৪টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে থেকে মৌসুম শেষ হলো মুস্তাফিজের। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটাও স্মরণীয় করে রাখলেন কাটার মাস্টার।

ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে প্লে অফের দৌড়ে অন্য দলগুলোর থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়ল চেন্নাই কিংস। অন্যদিকে টানা দুই ম্যাচে জয় পেয়ে প্লে অফে খেলার আশা এখনও বাঁচিয়ে রাখল পাঞ্জাব।

এএইচ