ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

দখল হয়ে গেছে বাবুবাজার ব্রিজ (ভিডিও)

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ মে ২০২৪ শুক্রবার

দখল হয়ে গেছে বাবুবাজার ব্রিজ। দীর্ঘ পথ স্বল্প সময়ে পাড়ি দিয়ে এখানে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কারণ একটিই - তা হলো ব্রিজের ওপর বাস স্ট্যান্ড।

ফরিদপুরের ভাঙা মোড় থেকে পদ্মা সেতু হয়ে ৫৫ কিলোমিটার রাস্তা পেরুলেই পৌঁছানো যায় ঢাকার প্রান্তে। অথচ গেটওয়ে হিসেবে পরিচিত বাবুবাজার ব্রিজের যানজট থেকে কতোক্ষণে নিস্তার মিলবে তা জানে না কেউ।

এই অনিয়ম যাদের দমন করার কথা তারাই পাহাড়া দিচ্ছে অবৈধ বাস স্টেশন। কদমতলী থেকে তাঁতীবাজার মোড় পর্যন্ত পুলিশি পাহাড়ায় চলে বাস স্ট্যান্ডের তদারকি। 
ভক্সপপ: আপস পুলিশ ট্রাফিক
মাঝেমধ্যেই যানজট ছাড়িয়ে যায় বহুদূর অব্দি। কখন কারা ছোটাবে অবৈধ বাস স্ট্যান্ডের জট তা জানে না সাধারণ যাত্রী। নিরুপায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের।

সম্প্রতি বাবুবাজার ব্রিজের জট ভোগান্তির চরম ফাঁদে পরিণত হয়েছে। 

এমএম//