ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ভালুকায় পুলিশের অভিযানে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

সোমবার (৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন(২৬) ও সিডষ্টোর বাজার এলাকা থেকে মিলন মিয়া(২৫) কে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিডস্টোর বাজার এলাকায় শিপন মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিকশাটি জব্দ করা হয়। 

ভালুকা মডেল থানার ওসি শাহ  কামাল আকন্দ জানান, দীর্ঘদিন যাবত চোর চক্রটি অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে আটক করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।