ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২ জুন ২০২৪ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে নিজেদের পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) এবং ইসা খাতুন (৫) নামের দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১ জুন) বিকালে তাড়াশ পৌর এলাকার কোহিত তেতুলিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু ওই মহল্লার হযরত আলীর মেয়ে। বিষয়টি তাড়াশ পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কোহিত তেতুলিয়া মহল্লার ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই এক পর্যায়ে দু’বোন সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। 

তাদের না পেয়ে লোকজন খোঁজাখুঁজি করতে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে। 

পরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এএইচ