ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

বাংলাদেশ ম্যাচেই বাবরকে টপকাতে পারেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০০ পিএম, ২২ জুন ২০২৪ শনিবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের। 

সুপার এইটের এই গুরুত্বপূর্ণ ম্যাচেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ছাড়িয়ে নিজের শীর্ষস্থান ফিরে পেতে পারেন বিরাট কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে সর্বাধিক রানের মালিক বাবর আজম। তিনি ১২৩ ম্যাচে ১১৬ ইনিংসে ৪ হাজার ১১৫ রান সংগ্রহ করেছেন। 

এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি ১২১ ম্যাচে ১১৩ ইনিংসে ৪ হাজার ৬৬ রান করেছেন। আর মাত্র ৮০ রান করলেই টি-টোয়েন্টিতে ফের সর্বাধিক রানের মালিক হবেন কোহলি।

আজ ৫০ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির রেকর্ডে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে স্পর্শ করবেন বিরাট কোহলি।

 কেআই//