ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ৭টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাবিবুর রহমান হাবিব চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছেলে। সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ