ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

চীনে ভূমিধসে ৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০ এএম, ২৮ জুলাই ২০২৪ রবিবার

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ছয়জন মারা গেছে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি রোববার এ কথা জানিয়ে বলেছে, এই দুর্যোগের কারণে একতলার একটি অতিথি ভবন ধসে পড়েছে।

এতে ১৮ জন মাটির নিচে চাপা পড়ে। এ পর্যন্ত ছয়জনের লাশ এবং আহত আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সিসিটিভি আরো জানিয়েছে, পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে ভূমিধসের  ঘটনা ঘটে।

চীনে গ্রীস্মকালে চরম আবহাওয়ার কারণে আকস্মিক বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।

উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে চলতি মাসে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে।

দেশটিতে মে মাসে কয়েকদিনের বৃষ্টিতে একটি মহাসড়ক ধসে ৪৮ জন নিহত হয়।

সূত্র: বাসস

এসবি/