ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

এনএসআই’র নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৩ আগস্ট ২০২৪ মঙ্গলবার

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

মঙ্গলবারের এক আদেশে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পূর্বে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট ছিলেন এবং মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিএমএ এর নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরান। আগে তিনি রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) কমান্ড্যান্ট ছিলেন।

এসবি/