ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

রোনালদোর নৈপুণ্যে ফাইনালে আল নাসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

রোনালদোর নৈপুণ্যে আল তাউনকে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠলো আল নাসর।

সময়টা ভালই যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিজে গোল করলেন অন্যকে দিয়েও করালেন। 

ম্যাচের ৮ মিনিটে ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় আল নাসর। আর ৫৭ মিনিটে সতীর্থর বাটব্যাকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। 

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জোড়া গোলে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করতে পারতেন। কিন্তু তার সুযোগ নষ্ট হয় গোলবারে বল আঘাত করে। ইউরোতে গোল করতে ব্যর্থ হওয়ার পর ছুটি কাটিয়ে ফুরফুরে রোনালদো।

ক্লাব ফুটবলে এ নিয়ে টানা ২৩ মৌসুমে গোল করলেন রোনালদো। তার ক্যরিয়ারে গোলসংখ্যা ৮৯৬টি। 

শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।

এএইচ