ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

একুশে টেলিভিশ

প্রকাশিত : ০৭:০২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা সহ ২৭০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস-নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদাত হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে ২০০ জনকে। এ মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী।

সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক এমপি ডা. মনসুর রহমান ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী ও নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুণরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন প্রফেসর ডা. মনসুর রহমান। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ফের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত আব্দুল ওয়াদুদ দারা। এরপর সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন আব্দুল ওয়াদুদ দারা।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগীতাকারীদের হত্যার উদ্দ্যেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বোমাবাজি করে নাশকতা সৃষ্টি করেন আসামীরা।

এসবি/