ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

মাওলানা আব্দুল আলিমের মৃত্যুতে ইমাম সমিতির শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

বিশিষ্ট শিক্ষাবিদ তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল আলিম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক শোক বার্তায় তিনি বলেন, দেশের শীর্ষ মাদ্রাসা তানজিমুল উম্মাহ এর ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ মাওলানা আব্দুল আলিমের মৃত্যুতে বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন আলেমেদ্বীন এবং দাঈ ইলাল্লাহ ছিলেন।

হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, অত্যন্ত সহজ সরল ও বিজ্ঞ একজন ছিলেন মাওলানা আব্দুল আলিম। তার মৃত্যুতে জাতি একজন শিক্ষাবিদ প্রখ্যাত আলেমে দিন হারালো। তার মৃত্যুতে শোকসন্তপ্তপরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। মরহুমকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুন।

এসএস//