ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫,   ভাদ্র ৩ ১৪৩২

কচুক্ষেতে সেনাবাহিনীর গাড়িতে আগুন: আটক আরও ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৩ নভেম্বর ২০২৪ রবিবার

রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার অভিযোগে আরও পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। 

শনিবার ভাসানটেক ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটককৃতরা হলেন– আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

আইএসপিআর জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় শনিবার পাঁচ দুষ্কৃতকারীকে ভাসানটেক ও কাফরুল এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাসানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মিরপুর ১৪ নম্বর সংলগ্ন পুরনো কচুক্ষেত এলাকায় ক্রিয়েটিভ ডিজাইনারস লিমিটেডের (সিডিএল) কারখানা বন্ধ দেখে নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে তারা সড়ক অবরোধ করে রাখেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে যৌথবাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

এএইচ