দেশের নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

দেশের মধ্যে দিয়ে প্রবাহিত এক হাজার ১৫৬টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও নৌ পরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ অবহিতকরণ শীর্ষক সেমিনারে এ তালিকা প্রকাশ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর এই খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এটি জমির সিএস ও আরএসের মাধ্যমে হয়েছে।
সেমিনারে জানানো হয়, বিভাগীয় কমিশনারদের পাঠানো তালিকা অনুযায়ী নদ-নদীর সংখ্যা ১৪৮০টি। অধিকতর যাচাইয়ের পর সারা দেশে নদ-নদীর সংখ্যা ১১৫৬টি। বিভাগ-ওয়ারী এক বা একাধিক জেলায় প্রবাহিত নদ-নদী বিবেচনায় ৮টি বিভাগে মোট নদ-নদীর সংখ্যা ১১৯৬টি। একাধিক জেলায় প্রবাহিত নদ-নদীর সংখ্যা ১৭৯।
সেমিনারে আরও জানানো হয়, ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রস্তুতকৃত তালিকায় নদ-নদীর সংখ্যা ছিল ১০০৮টি। ওই তালিকা থেকে ২২৪টি নদী মাঠ পর্যায় থেকে বর্তমান তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হয়নি। ২০১১ সালে বাপাউবো কর্তৃক প্রকাশিত ৪০৫টি নদীর মধ্যে ১৮টি নদী মাঠ পর্যায় থেকে বর্তমান তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব পাঠানো হয়নি। এক বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীর সংখ্যা ১১২৩টি। দুই বিভাগে ২৭টি, তিন বিভাগে ৪টি, চার বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীর সংখ্যা দুইটি।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, জেলা প্রশাসকগণ কর্তৃক পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, সংশ্লিষ্ট সকল সরকারী প্রতিষ্ঠান, বাপাউবোর নির্বাহী প্রকৌশলী, এনজিও, মিডিয়া, নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ, বিশ্ববিদ্যালয়সহ সকলের মতামত গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার নদীর তালিকা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেন। বিভাগীয় কমিশনার ও সচিব পর্যায়ে ফলোআপ সভা অনুষ্ঠান এবং জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক ছক প্রণয়ন ও কমিটি গঠন এবং পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিভাগভিত্তিক ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হয়।
তিনি জানান, সকল বিভাগীয় কমিশনার কর্তৃক ডিসিদের তালিকা সমন্বিত করে স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করে স্ব স্ব বিভাগের নদীর তালিকা প্রণয়নপূর্বক পানি সম্পদ মন্ত্রণালয় ও নদী রক্ষা কমিশনে প্রেরণ করে। জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক পাসম, বাপাউবো, বিআইডব্লিউটিএ ও সিইজিআইএস এর কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করে জেলা ও বিভাগওয়ারী নদ-নদীর তালিকা যাচাইপূর্বক খসড়া স্টেকহোল্ডারগণের মতামতের জন্য উপস্থাপন করা হলো।
এমবি