ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

পড়ে গিয়ে মাথায় আঘাত, প্রেসিডেন্ট লুলার মস্তিষ্কে অস্ত্রোপচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১০:২৯ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। এ কারণে সিলভার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার সাও পাওলো’র সিরিয়ান-লেবানিজ হাসপাতাল সূত্রে রিও ডি জেনেইরো থেকে এএফপি এ খবর জানায়।

হাসপাতালটি প্রেসিডেন্টের ইনস্টিাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, সোমবার রাতে অপারেশনের সময় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। লুলা একটি নিবিড় পরিচর্যা ইউনিটে যথাযথ পর্যবেক্ষণের অধীনে ছিলেন।

হাসপাতালটি জানায়, ১৯ অক্টোবর রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের বাথরুমে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তখন বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। সেদিনের পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঘটনা এ রক্তক্ষরণের সাথে সম্পর্কিত।

পড়ে গিয়ে আঘাত পাওয়ার পরও ব্রিকস সম্মেলনের জন্য রাশিয়া সফর বাতিল করেন লুলা। পরিবর্তে চিকিৎসকের পরামর্শে একটি অনলাইন মিটিংয়ে যোগদান করেন তিনি। একারণে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতেও ব্যর্থ হন তিনি।

ব্রাজিলের নেতা পরবর্তিতে গত মাসে রিও ডি জেনেরিওতে জি ২০ শীর্ষ সম্মেলন এবং ব্রাসিলিয়াতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকসহ ব্যস্ত সময়সূচি বহাল রাখেন।

এএইচ