ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

বিমানবন্দর থেকে আটক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিমানবন্দর থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এসএস//