পেছাল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার

নানা জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ শনিবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্মেলনের তারিখ পরিবর্তন করে ১৮ জানুয়ারি করা হয়েছে।
এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। সম্মেলনকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুনসহ বড় বড় গেইট।
দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে এক উৎসবের আমেজ দেখা যায়।
তবে ভোটার তালিকা হাল নাগাদ জটিলতা ও সম্মেলন প্রস্তুতি কিছুটা অপূর্ণতা থাকায় সম্মেলনের তারিখ পেছানো হয়েছে বলে জানায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।
এদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটিকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রক্রিয়া দেখা গেলেও সবাই চায় সম্মেলনের মাধ্যমে বিগত দুর্দিনের ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন হোক।
জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি জানান, ‘একটি পরিচ্ছন্ন সম্মেলনের মধ্যে আগামী দিনে একটি নব-নির্বাচিত কমিটি হোক এটা আমাদের দাবী। এই পরিচ্ছন্ন সম্মেলনকে স্বার্থক ও সফল করার লক্ষ্যে যে কারিকুলামগুলো রয়েছে তার প্রত্যেকটি হান্ড্রেট পার্সেন্ট ফলোআপ করে নতুন যারা ভোটার হবে তাদের ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
সম্মেলনটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং ত্যাগী ও দুর্দিনে মাঠে থাকা নেতা-কর্মীদের নিয়ে একটা সুন্দর কমিটি গঠন করা হোক এই প্রত্যাশা করেন তিনি।
এএইচ