ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

হজে শিশু নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা সৌদির 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

এবারের হজে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। 

রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, হজের সময় তৈরি হওয়া ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়, প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড় তৈরি হয়। তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনায় হজে তাদেরকে সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে।

সেই সঙ্গে বরাবরের মতোই যারা আগে হজ করেননি তারা এবারও অগ্রাধিকার পাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ এবং অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে।

এএইচ