ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

খুলনায় প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

খুলনা সদর থানায় জনৈক আশরাফুলের বাড়ির ভাড়াটিয়া এক যুবকের হাত-পা কাটা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত মো. সোহেল রানা (৩২) বরিশালের বন্দর থানাধীন চড়াইচা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

পুলিশের সূত্র জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১৬৮ বুড়ো মৌলভীর দরগা মেইন রোডের বাসিন্দা আশরাফুল আলমের তিনতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মোঃ সোহেল রানা (৩২) তার স্ত্রী শারমিন (২৬)কে নিয়ে বসবাস করতেন। শারমিন খুলনার লবনচরা থানাধীন বান্দা বাজার কামার গলির শাহ আলমের কন্যা। 

শ্বশুরবাড়িতে রাত যাপন করে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে বের হয় সোহেল রানা। পরে তার স্ত্রী বারবার ফোনে যোগাযোগ করলে না পেয়ে আত্মীয়-স্বজনকে সাথে নিয়ে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের কপালে, হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

এসময় ফ্লোরে ও রান্নাঘরের বেসিংয়ে দুটি ছুরি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতের তার বড় ভাই খোকনের সাথে টাকা-পয়সা ও জমি-জায়গা নিয়ে ব্যাপক মনোমালিন্য চলছিল। সোহেল রানা দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় থেকে টাকা পয়সা সবকিছু বড় ভাই খোকনের কাছে পাঠিয়েছিলেন। ভাইকে টাকা-পয়সা, সম্পত্তি সন্তোষজনকভাবে বুঝিয়ে দিতে না পারার জেরধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে স্বজনদের ধারণা।

খুলনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

এএইচ