ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকাল তিনটায়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫রান। 
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মধ্যে সর্বশেষ দুটিতেই জিতেছে তারা। ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের। 

 আফগানিস্তান একাদশ 
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, ফজল হক ফারুকী এবং নূর আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ 
রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওইয়ান মুলদার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা এবং লুঙ্গি এনগিদি।

 

এমবি//