ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

স্টেপ টু উইনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার | আপডেট: ১০:০০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

এক বর্ণাঢ্য ‘কিডস কার্নিভাল’এর মাধ্যমে জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘স্টেপ টু উইন’ তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

রাজধানী ঢাকার শ্যামলীর একটি রেস্টুরেন্টে শুক্রবার এই কিডস কার্নিভালের আয়োজন করা হয়। এতে লার্নিং সেন্টারের শিশু শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই স্টেপস টু উইন ই-লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইউসুফ স্বাগত বক্তব্য রাখেন। তিনি জানান, এই ই-লার্নিং প্ল্যাটফর্মে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের আরও ২২টি দেশ থেকে তিন থেকে বারো বছর বয়সী প্রায় ৫০০০ শিশু ৯টি ভিন্ন কোর্সে অনলাইনে অংশগ্রহণ করছে।

নুসরাত ইউসুফ আরও বলেন, তিনি আরও বলেন, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে   শিশুদের বেসিক ফাউন্ডেশন মজবুত ও সৃজনশীলতা বৃদ্ধি, পড়াশোনার বিষয়টি সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে  উপস্থাপন করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। তাদের বিচক্ষণ বুদ্ধি,  সৃজনশীল  চিন্তাধারা,  ব্যতীক্রমধর্মী এই উদ্যোগ শিশু শিক্ষাতে অসাধারণ অবদান রাখছে।

এমবি//