ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

মেট্রোরেলে তরুণীর অস্বাভাবিক অঙ্গভঙ্গি! ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

মেট্রোরেলে তিল ধারণের ঠাঁই থাকেনা। মানুষে ভর্তি, গায়ে গায়ে দাঁড়িয়ে থাকেন। এর মধ্যেই হঠাৎ করে এক তরুণী অস্বাভাবিক ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। তার এসব কর্মকাণ্ডে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেট্রোরেলের যাত্রীরা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তরুণী মেট্রেরেলের ভিতরে দাঁড়িয়ে পরনে থাকা শার্ট খুলে ফেলছেন। তবে, ভেতরে তার আরেকটি পোশাক ছিল। পরে সেখানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ঐ তরুণী পড়ে থাকা ট্রাউজার খুলে ফেলে শরীরে থাকা বিশেষ পোশাক পরিদর্শন করছেন।

মনিকা কবির নামে এক ফেইসবুক আইডিতে দেখা যায়, কমফোর্টার গায়ে জড়িয়ে মেট্রাতে উঠছেন ওই তরুণী। এমনকি মেট্রোর সিটে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। 

শুধু তাই নয়, মেট্রোর চলন্ত সিঁড়িতে বসে ফটোশুট করতে দেখা যায় তাকে।

কোন কারণ ছাড়াই এভাবে মেট্রোরেলের ভিতরে ও বাইরে তার এমন কর্মকাণ্ড মোটেই ভালো নেয়নি নেটিজেনরা। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন।

মনিকা কবির নামে ওই ফেইসবুক আইডি থেকে জানা যায়, এই তরুণী রাশিয়াতে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এসব ভিডিও বানান।  

এএইচ