ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ড. ইউনূসকে ধন্যবাদ দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে অন্যতম এবং অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে বই লিখেছেন। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠানও হয়ে গেছে।

বইয়ের ভূমিকা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বইয়ের প্রকাশনার পর এ জন্য আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘বইটির ভূমিকা লেখার জন্য অনুরোধ করার সাথে সাথে অত্যন্ত আগ্রহের সাথে রাজি হয়ে যান স্যার। এত ব্যস্ততার মধ্যেও পাণ্ডুলিপির পিডিএফ পড়ে ভূমিকা লিখে দিয়েছেন।’

পোস্টের শেষে তিনি এ-ও লিখেছেন, ‘স্পেশাল থ্যাংকস টু আওয়ার লিডার।’

এসএস//