ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১২ ১৪৩২

কমলাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার | আপডেট: ০১:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে আপ ও ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 

আজ বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

বর্তমানে আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। 

কিছুক্ষণের মধ্যে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ অন্য ট্রেনগুলো চলাচলে বিলম্ব হতে পারে। এতে ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে।

এএইচ