ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ক্লুলেস চাচা-ভাতিজা হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২২ মার্চ ২০২৫ শনিবার

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর ক্লুলেস চাচা-ভাতিজা হত্যায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফাতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। 

শুক্রবার রাত সাড়ে ১০টায় বৈকন্ঠপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটকৃতরা হলেন বৈকন্ঠপুরের সুরুজ্জামান শেখের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫), আব্দুল খালেকের ছেলে মোঃ আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ ফেরদৌস শেখ (১৮)।

র‍্যাব-১২ এর সদর কোম্পানির সহকারী পুলিশ সুপার ও অপস্ অফিসার মোঃ উসমান গণি জানান, গত ১৬ মার্চ রাতে বৈকন্ঠপুর এলাকা হতে বদিউজ্জামান শেখের ছেলে চাচা রিয়াজ উদ্দিন সেখ (২১) ও তোতা শেখের ছেলে ভাতিজা মোঃ হৃদয় সেখ (১৮) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ২০ মার্চ বিকালে রায়গঞ্জ থানার ভেড়াদহ খালে তাদের লাশ ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। তবে এর কারণ জানতে না পারায় হত্যার বিষয়টি ক্লুলেস ছিল।

এ ব্যাপারে মামলা থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে শুক্রবার রাত সাড়ে ১০টায় বৈকন্ঠপুর তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ