ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

তামিমকে দেখতে ছুটে গেলেন বিসিবি প্রেসিডেন্ট

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার

সাভারের বিকেএসপিতে ম্যাচ খেলতে নেমে অসুস্থ হওয়া তামিম ইকবালকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এ খবর শুনে ছুটে গেলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

সোমবার (২৪ মার্চ) সকালে তাকে আশুলিয়ার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে জরুরিভাবে ভর্তি করা হয়।

এর আগে সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকপ্টারও।

খবর পেয়ে বিসিবি কর্মকর্তারা একে একে আসছেন হাসপাতালে। দুপুর সোয়া ১টায় এসেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। হাসপাতালে আছেন তামিমের ভাই নাফিস ইকবালসহ অন‍্যান‍্যরাও।

জানা গেছে, মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে তার। পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে এবং তার হার্টে একটি রিং পরানো হয়।

এএইচ