ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ঈদের সময়ে নতুন সময়সূচি ঘোষণা মেট্টোরেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার

গত বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আগের সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এদিকে ঈদের ছুটির কারণে রাজধানী থেকে প্রচুর মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় মেট্রোরেলে যাত্রীসংখ্যা কমে গেছে। স্টেশনগুলোতে আগের মতো ভিড় নেই, ট্রেনের প্রতিটি কোচেই সিট খালি থাকছে। যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বসে ভ্রমণ করতে পারছেন। টিকিট কাউন্টারেও দীর্ঘ লাইন নেই।

ডিএমটিসিএল জানায়, রমজান মাসের জন্য যে পরিবর্তিত সময়সূচি চালু ছিল, ঈদের পর থেকে তা আর থাকছে না। ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকলেও ঈদের পরদিন থেকে আগের শিডিউল অনুযায়ী নিয়মিত চলাচল করবে।

এসএস//