ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

বংশালে ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

রাজধানীর বংশাল থানাধীন পাকিস্তান মাঠ এলাকায় একটি ভ্রাম্যমাণ ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। 

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন,  সাগর (২৫), ইকবাল (৩৩), মেহেদী হাসান (২৮), রিমঝিম (১৬), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। তাদের সবার বাসা বংশালের কসাইটুলি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সহযাত্রী মো. আব্বাস জানান, বংশাল পাকিস্তান মাঠ এলাকায় ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকানে খাওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দোকানদার নয়নসহ ছয়জন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ, নয়নের ৭ শতাংশ, ইকবালের ২ শতাংশ, রিমঝিমের ১ শতাংশ, মেহেদী হাসানের ১ শতাংশ ও অপূর্বের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি বলেন, সাগর ও নয়নকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে। বাকি চারজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফাস্টফুড দোকান ও খাবারের ভ্রাম্যমাণ স্টলগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি।

এই দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।


এমবি//