ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

কিশোরগঞ্জে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

কিশোরগঞ্জে নানা আয়োজনে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ একুশে টিভির জন্মদিন। দেশের প্রথম এই বেসরকারি টেলিভিশনটির এবার ২৫ বছর পূর্তি হলো। 

এ উপলক্ষে কিশোরগঞ্জে সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের বত্রিশ এলাকায় একুশে টিভির কার্যালয়ে কেক কেটে রজতজয়ন্তীর সূচনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী।

তারপর আগত অতিথি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় একুশে টিভির শুভ কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, সিনিয়র সাংবাদিক এটিএম নিজাম, মোস্তফা কামাল, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল আমিনসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতা জগতে একুশে টেলিভিশন পথিকৃত। একুশে টেলিভিশনই সংবাদের সত্যতা মানুষকে বুঝতে শিখিয়েছে। সে কারণে এ টেলিভিশনটিও বিভিন্ন সময়ে সংবাদ পরিবেশনে বাধাগ্রস্ত হয়েছে। এসময় বক্তারা একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে টেলিভিশনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

একুশে টিভির জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান।

এছাড়াও দুপুরে পহেলা বৈশাখ ও একুশের রজতজয়ন্তীতে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একুশে টেলিভিশন ও এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের যৌথ উদ্যাগে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়। 

প্রতিযোগিতা শেষে এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট রাশেদুল হক রবিন, ন্যাশনাল অফিসিয়াল ডাঃ সালাহউদ্দিন ও ফাউন্ডার প্রেসিডেন্ট ফিরোজ উদ্দিন ভূইয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। 

সবশেষে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একুশের রজতজয়ন্তী উদযাপন সফলভাবে শেষ হয়।

এএইচ